
566
আপনি কি ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন? আপনি কি ট্রাফিক সম্বন্ধে জানতে কোনো real time tracking স্ক্রিপ্ট (যেমন wassup) ব্যবহার করছেন? তাহলে এখনই জেনে নিন পাঠক সার্চ ইঞ্জিনের কত নম্বর স্থানে আপনার সাইটের লিংকে ক্লিক করেছে?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার লিংকটি কত নম্বরে এল তা জানাটা খুবই জরুরী। এই কাজটিতে সাহায্য করার জন্য গুগল ইতিমধ্যেই বেশ সুবিধা করে দিয়েছে। এখন রেফারেল লিংক দেখলেই বোঝা সম্ভব আপনার ওয়েবসাইটের লিংকটি কত নম্বরে প্রদর্শিত হয়েছে এবং পাঠক ক্লিক করেছে। এজন্য আপনাকে যেকোনো real time tracking স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। আমি ওয়ার্ডপ্রেসের জন্য wassup প্লাগইনটি ব্যবহার করি।
যারা এই প্লাগইনটি ব্যবহার করেন, তারা উপরের ছবিটির সাথে পরিচিত। এখন Referrer লিংকে right-click করে কপি করুন এবং নোটপ্যাডে পেষ্ট করেন। একটি বড় লিংক পাবেন। লিংকটিতে প্রচুর তথ্য লুকিয়ে আছে। আপাতত cd= অংশটি খুঁজে বের করুন। সেখানে যে নম্বরটি আছে, আপনার ওয়েবসাইটের লিংকটি তত নম্বর স্থানে গুগলের পেজে জায়গা পেয়েছে। যেমন নিচের লিংকে আমার ওয়েবসাইটের লিংকটি ব্লগার keywords এর জন্য ১ম স্থান দখল করেছে।
http://www.google.com.bd/url?sa=t&source=web&ct=res&cd=1&ved=0CAUQFjAA
&url=http://bn.jinnatulhasan.com/2009/09/1702&rct=j&q=ব্লগার
&ei=KNK0S-DxNNDI4gaZ6YzvDg&usg=AFQjCNEU2bWudSe6SYUC6XFZ1i4IxLTZdg
অফিসে কাজ শেষ হয়ে গেছে, বাসায় যাচ্ছি। আগামী চারদিন ছুটি। তাই ভাবলাম চটপট একটি পোষ্ট দিয়ে যাই।
কেমন লাগল জানাবেন?
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
0 comments:
Post a Comment